ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় নায়িকা নিঝুম রুবিনা, যিনি ‘অনেক সাধনার পরে’ এবং ‘বেসামাল’ সিনেমার জন্য পরিচিত, পড়েছিলেন এক ভয়াবহ বিপদে। তাকে নিয়ে ভরদুপুরে পালিয়ে যাচ্ছিল একটি উবার গাড়ি। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গতকাল (২১ জানুয়ারি), রাজধানী ঢাকায়।
রুবিনা নিজেই ফেসবুকে ঘটনাটি শেয়ার করেছেন। তিনি জানান, বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। পরিস্থিতি এমন ছিল যে, ভয়ে গাড়ি থেকে লাফ দিতে বাধ্য হন তিনি।
ফেসবুকে রুবিনা লিখেছেন,‘আমি আজ বাসা থেকে উবার কল দিয়েছি, যাব বনশ্রী থেকে ধানমন্ডি। হাতিরঝিলে উঠে ধানমন্ডির দিকে না গিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছিল গুলশানের দিকে। আর আজ মঙ্গলবার, দুপুরবেলা রাস্তা অনেকটাই খালি। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে সোজা না নিয়ে কেন গুলশানে নিয়ে যাচ্ছেন? সে আমাকে বলল, আপনার লোকেশনেই আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি চুপ থাকেন। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। হাইস্পিডে গাড়ি টেনে যাচ্ছিল সে। আমি যখন বললাম, ভাই, আমাকে আপনি এখানে নামিয়ে দেন। তখন সে আমাকে বললো চুপ থাক, কোনো কথা বলবি না।’
ঘটনায় ঘাবড়ে যান রুবিনা। ওই অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি গাড়ির গ্লাসটা খুলে বাঁচাও বাঁচাও করে চিল্লাচিল্লি শুরু করে দিই। কেউ তো আসলই না, সে গাড়িটা একটু যখন ব্রেক করল, আমি জাম্প দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। তাহলে বলেন, আমাদের নিরাপত্তা কী? আমরা কোন দেশে বসবাস করছি? দিনে-দুপুরে আমরা কি আমাদের সেফটি পাব না? উবারের মতো একটা অ্যাপসও যদি এমন হয়, তাহলে আমরা কাকে ভরসা করব? আপনাদের কাছে প্রশ্ন, আজকে যদি গাড়ি থেকে আমি না নামতাম, তাহলে কি আজকে আমাকে খুঁজে পাওয়া যেত? কোথায় যেতাম আজকে আমি?’
গাড়িচালকের ছবি পোস্ট করে রুবিনা লিখেছেন, ‘এই সেই ড্রাইভার। ছবিসহ আপনাদের কাছে পোস্ট করে দিলাম। প্লিজ, সবাই একটু পোস্টটা শেয়ার করে দেন। উবারে ওঠার আগে খুব চিন্তা করে উঠতে হবে।’
রাসেল