ছবিঃ সংগৃহীত
মুম্বাইয়ের অটোচালক ভজন সিংহ রানা এখন শহরের তারকা। ১৬ জানুয়ারি ভোরে বান্দ্রার রাস্তায় ছুরিকাহত অবস্থায় এক ব্যক্তিকে দেখে নিজের অটোরিকশায় তোলেন তিনি। অটো চালিয়ে মাত্র দুই মিনিটে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন রক্তাক্ত সাইফ নামে ওই ব্যক্তিকে, যদিও তখন তিনি জানতেন না, কে তার যাত্রী।
হাসপাতালে পৌঁছে দেওয়ার পর ভজন কোনো ভাড়া নেননি। তাঁর একমাত্র চিন্তা ছিল প্রাণ বাঁচানো। পরে সাইফ সুস্থ হয়ে ভজনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ ৫০ হাজার টাকা উপহার দেন।
এই সাহসিকতার জন্য ভজন পেয়েছেন প্রশংসা ও পুরস্কার। স্বেচ্ছাসেবী সংস্থা তাকে ১১ হাজার টাকা দিয়েছে। এবার জনপ্রিয় গায়ক মিকা সিংহ তার বীরত্বে মুগ্ধ হয়ে ১ লাখ টাকা পুরস্কার দিতে চান। মিকা নিজের সোশ্যাল মিডিয়ায় ভজনের ছবি শেয়ার করে বলেন, "তিনি সত্যিকারের হিরো। এমন সাহসিকতার জন্য ১ লাখ কেন ১১ লাখ টাকাও যথেষ্ট নয়।"
জাফরান