ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বলিউডে ছড়াচ্ছে আতঙ্ক, এবার পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি!

প্রকাশিত: ১৬:৩৭, ২৩ জানুয়ারি ২০২৫

বলিউডে ছড়াচ্ছে আতঙ্ক, এবার পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি!

ছবি: সংগৃহীত

গেল কিছুদিন আগেই নিজ বাসভবনে হামলার শিকার হোন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়। এবার সরাসরি হত্যার হুমকির বার্তা এলো ভারতের জনপ্রিয় উপস্থাপক ও কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে। 

মুম্বাই পুলিশের সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তান থেকে ই-মেইল মারফত খুনের হুমকি আসে কপিলের কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা।

মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন, তার মেইলে একটি হুমকি বার্তা এসেছে। যেখানে বলা হয়েছে, আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি।

কপিলের দাবি মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে ওই ই-মেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে ‘বিষ্ণু’ বলে পরিচয় দিয়েছে।

ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। পাশাপাশি অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অম্বোলি থানা পুলিশ।

শিহাব

×