ছবিঃ তানজিকা আমিন (সংগৃহীত)
জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন সম্প্রতি একটি অনুষ্ঠানে তার স্বামীর বিষয়ে মজার ছলে কিছু কথা বলে ভক্তদের মধ্যে হাসির রোল ফেলে দিয়েছেন। উপস্থাপিকার প্রশ্নে তিনি বলেন, “যেই আমাকে জিজ্ঞেস করুক না কেন, আমি বলি আমার স্বামী বিদেশ। কারণ তিনি সত্যিই বিদেশে থাকেন!”তার বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।
তানজিকা আরও জানান, গত বছরের ডিসেম্বরে তিনি বিয়ে করেছেন। তার স্বামী পেশাগত কারণে দেশের বাইরে থাকেন, আর তাই এই “আমার স্বামী বিদেশ” লাইনটি যেন তার পরিচিত সংলাপ হয়ে দাঁড়িয়েছে।
এই মজার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভক্তরা মজা করে বলছেন, “তানজিকা আপুর কথা শুনে এখন সবাই বলে, ‘আমার স্বামী বিদেশ!’” কেউ কেউ আবার লিখেছেন, “এই বক্তব্য এখন থেকে জাতীয় ডায়লগ হতে পারে!”
তানজিকার এই হাস্যরসাত্মক ও মজাদার উত্তর প্রমাণ করে, তিনি শুধু একজন ভালো অভিনেত্রীই নন, বরং তার ব্যক্তিত্বের সাথেও সবাই সহজেই যুক্ত হতে পারে।
জাফরান