ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ভালোবাসা দিবস আমার কাছে ‘ডে টু সেলিব্রেট লাভ’: তাহসান

প্রকাশিত: ১৫:৫২, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০১, ২৩ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবস আমার কাছে ‘ডে টু সেলিব্রেট লাভ’: তাহসান

তাহসান খান

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান খান তার অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি ভালোবাসা দিবস নিয়ে বলেন, আগে ভালোবাসা দিবসে অনেক কাজ হতো, দর্শকদের অনেক প্রত্যাশা ছিল। গত কয়েকবছর ভালোবাসা দিবসে তেমন কাজ হয় নি, কারন অভিনয় প্রায় ছেড়েই দিয়েছি।

ভালোবাসা দিবস একেকজনের কাছে একেকরকম। আমার কাছে ডেকে টু সেলিব্রেট লাভ। সারা বছরে সেলিব্রেট করার জন্য কয়টা দিনই আছে, আমার মনে হয় আমরা জাজমেন্টাল না হয়ে এই দিনগুলো সেলিব্রেট করি। ভালোবাসার মানুষকে ভালোকিছু উপহার দেই। ভালো সময় কাটাই।

লিংক:-https://www.facebook.com/reel/1158811192536963

রাসেল

×