ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আবারো মঞ্চে ফিরবেন সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ জানুয়ারি ২০২৫

আবারো মঞ্চে ফিরবেন সাবিনা ইয়াসমিন

কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন

 

২০২৩ সালের শেষে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন জনপ্রিয় গায়িকা সাবিনা ইয়াসমিন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি। তিনি কি সঙ্গীত জগতকে বিদায় জানালেন চুপিসারে! নাকি অন্য কিছু নিয়ে ব্যস্ত। চর্চা ছিল এতদিন প্রায় সব মহলে। শারীরিক অবস্থা নিয়ে গুজবও ছড়ায় একাধিক।

 

এতদিন পর অডিও বার্তা দিয়ে তিনি নিজেই জানালেন নিজের কথা। খোলসা করে বললেন সবটা। জানালেন, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন। যে কথা তিনি শুধুই খুব কাছের মানুষজনের সঙ্গে শেয়ার করেছিলেন। বাইরের কেউ তেমন জানতেন না। সাবিনা বলেন, 'একটা কঠিন যুদ্ধ গেল। তবে মনোবল ছিল শক্ত।'

২০০৭ সালে ওরাল ক্যানসারে আক্রান্ত হন জনপ্রিয় গায়িকা। চিকিৎসার পর সুস্থ হয়ে ফেরেন সঙ্গীতের জগতে। নিয়মিত গানবাজনা করছিলেন। কিন্তু ফের ঘুরে আসে এই মরণ রোগ। বাংলাদেশ জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে চিকিৎসা চলে। চিকিৎসা হয় সিঙ্গাপুরেও। ২০২২ সালের মে মাসে ঢাকায় ফিরেছিলেন সাবিনা। এরপরও কিছু ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়েছিল তাঁকে, তবে বর্তমানে আর সেভাবে যাওয়ার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন তিনি।

 

সাবিনা বলেন, 'চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল, আল্লাহ যেটাই চাইবেন, সেটাই হবে। আল্লাহর রহমত ও দেশবাসীর প্রার্থনায় আমি এই সময় কাটিয়ে উঠেছি। আমার বন্ধু মিলিয়া সবাই এই সময়ে আমায় সাহস জুগিয়েছে। মানসিকভাবে আমায় শক্ত রাখতে ও বিরাট সাহায্য করেছিল। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরো সময়টা ও আমার পাশে বসেছিল। এই ভালবাসায় আমি মুগ্ধ।'


তিনি ভক্তদেরও ধন্যবাদ জানান। বলেন 'অনেকে আমাকে নিয়ে চিন্তিত ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের প্রার্থনা ও ভালবাসা আমাকে অনেক সাহস জুগিয়েছে। সেজন্যই আমি গানে ফিরছি।'

হ্যাঁ দীর্ঘ রোগভোগের পর শিল্পী সুস্থ। ফিরছেন মঞ্চে। ফের দর্শকদের মন জিতে নিতে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকায় দু'টি বড় অনুষ্ঠানে গাইবেন সাবিনা ইয়াসমিন। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন। প্রথম অনুষ্ঠানে তিনি নিজের পছন্দের গান শোনাবেন এবং শ্রোতাদের অনুরোধেও গান  গাইবেন। সাবিনা জানান, 'আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ, গান ছাড়া আর কিছু ভাবতে পারি না। ছয় দশক ধরে গানই আমার জীবন।'


তিনি আরও জানান, কয়েকজন সংগীত পরিচালক তাঁর সঙ্গে নতুন গানের রেকর্ডিংয়ের বিষয়ে যোগাযোগ করেছেন। স্টেজ শোর ফাঁকে তিনি নতুন গানের রেকর্ডিংও করবেন। প্রস্তুতির অংশ হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের সঙ্গে মহড়া করবেন তিনি।

সাবিনা তাঁর সঙ্গীত জীবন শুরু করেছিলেন ১৯৬২ সালে, রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দিয়ে। এরপর একের পর এক সিনেমায় গান গেয়েছেন এবং অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীত জীবনে কখনওই রেওয়াজ ছাড়েননি। সাবিনা বলেন, 'আমি এখনও প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা রেওয়াজ করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে।'

১৯৬৭ সালে 'আগুন নিয়ে খেলা' সিনেমায় প্রথম গান করেন সাবিনা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত 'এই তুমি সেই তুমি' ছবিতে কণ্ঠ দেন এবং এই ছবির চারটি গানের সুরও করেছিলেন তিনি। 

সাবিনা আরও জানান, কবরী বেঁচে থাকলে ছবিটি এতদিনে মুক্তি পেয়ে যেত। তবে কবরীর মৃত্যুতে ছবিটির আপডেট পাওয়া যাচ্ছে না, যা তার জন্য এক ধরনের আফসোসের বিষয়।

সূত্র: The Wall

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×