ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জীবনে আমাকে অনেকবার ঠকতে হয়েছে: ইমন চক্রবর্তী

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ জানুয়ারি ২০২৫

জীবনে আমাকে অনেকবার ঠকতে হয়েছে: ইমন চক্রবর্তী

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে সে প্রশ্নের জবাবে নিজের ঠকে যাবার কথা বললেন। 

সাক্ষাৎকার ইমন চক্রবর্তী বলেন, 'আমি আসলে জীবনে বহুবার ঠকেছি জানেন। মানে আমি আমার জীবনে এমন অনেক রিলেশনশিপে জড়িয়েছি যেখান থেকে ঠকেই আমাকে ফিরতে হয়েছে।'
 
তিনি আরো বলেন, 'এর মানে এই না যে কেউ খারাপ ছিল বা কিছু আসলে বিষয়টা হয়েছে কি এই চাবি এই তালার জন্য নয়।' 

নিজের জীবন সঙ্গী দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এই চাবি এই তালার জন্য। অনেকদিন ধরে আমরা একসাথে আছি এবং ভগবান চাইলে আমরা একসাথে থাকব।' 

সূত্রঃ https://www.facebook.com/dailyjanakanthabd

শিলা ইসলাম

×