ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

শাহরিয়ার নাজিম জয়ের প্রশ্নে সোজাসাপ্টা উত্তর এক অভিনেত্রীর

শাকিব খানকে নায়ক মনে হয় না

প্রকাশিত: ১১:০২, ২৩ জানুয়ারি ২০২৫

শাকিব খানকে নায়ক মনে হয় না

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে জানালেন একজন অভিনেত্রী। শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন, "আপনার কি এখনও শাকিব খানকে নায়ক মনে হয় না?"

উত্তরে তিনি বলেন, "উনি তো অবশ্যই নায়ক। আমি শুধু বলেছি যে পারসোনালি উনাকে আমার ভালো লাগে না।"

শাহরিয়ার নাজিম জয় তখন জিজ্ঞেস করেন, "এখনও কি ভালো লাগে না?" জবাবে তিনি সোজাসাপ্টা বলেন, "না, এখনও ভালো লাগে না।"

জয় আবার প্রশ্ন করেন, "পারসোনালি মেশার সুযোগ পেয়েছেন যে এমনটা বলছেন?"
এবার তিনি বলেন, "প্রত্যেক মানুষেরই নিজস্ব পছন্দ-অপছন্দ থাকে। কেউ একজনকে ভালো লাগতেই পারে বা নাও লাগতে পারে। সেভাবেই উনাকে আমার ভালো লাগে না।"

এই মন্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে শাকিব খানকে ঘিরে। সেলিব্রিটিদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং মতামত নিয়ে এমন খোলামেলা বক্তব্য দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1BPxvqQ1h7/

মারিয়া

×