ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় নাম জায়েদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে, এখন সবাই স্টার এমন মন্তব্য করেন জায়েদ খান।
শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনার একটি অনুষ্ঠানের জায়েদ খান এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেখানে শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন, অনেকেই তো দেখি মাতামাতি করছে জায়েদ খান কে বিয়ে করবো জায়েদ খান ক্রাশ। আপনি এ নিয়ে কি বলবেন?
সেই প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, 'হ্যাঁ এরকম অনেক দেখি, অনেক সময় এই মেসেজ আসে। কিন্তু আমি ওটা নিয়ে মাতামাতি করি না। ওসব নিয়ে মাথা ঘামাই না।'
এছাড়াও জায়েদ খান বলেন, আর এখন তো সবাই স্টার একটু নাচানাচি করলে, টিকটকে একটু কোমর নাড়ানি দিলেই সে স্টার হয়ে যায়। এই ফেসবুকের যুগে কাউকে প্রমোট করা লাগে না।'
শিলা ইসলাম