ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, যিনি সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন, বর্তমানে বেশ শান্তিপূর্ণভাবে সময় কাটাচ্ছেন তার ছেলে পুষ্প এবং পালক কন্যা নিয়ে। নানা কারণে সমালোচিত হলেও, পরীমনি বেশ কিছু ভালো কাজের মাধ্যমে মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি, তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে শেখ সাদীর একটি ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন।
শেখ সাদী, যিনি বর্তমান সময়ের তরুণ ও প্রতিশ্রুতিশীল গায়ক হিসেবে পরিচিত, ‘ললনা’ সহ একাধিক জনপ্রিয় গান দিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। রোমান্টিক, আধুনিক, বিরহ এবং অন্যান্য বিভিন্ন ধাঁচের গান গেয়ে তার কণ্ঠে এক আলাদা স্বাদ নিয়ে এসেছেন তিনি।
পরীমনি তার ফেসবুক পোস্টে শেখ সাদী সম্পর্কে যা লিখেছেন, তা হলো:
“আমি একরকম তার কনসেন্ট ছাড়াই এটা ক্যাপচারড করেছিলাম যখন সে তার আপকামিং মিউজিক এ্যালবাম এর শেষ গান টা লিখছিল! আমি অবাক হয়ে দেখছিলাম এতো মানুষের মধ্যে/ এতো রেগুলার ওয়েতে কি করে একটা মানুষ এরকম একটা কিছুতে মনোনিবেশ করতে পারলো! এতো সামনে থেকেও আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না গানটা সে কাটছাঁট করে জাস্ট পনেরো মিনিটের মধ্যেই লেখা শেষ করলো! আমি তখন আবারও বুঝলাম,মানুষ তার নিজস্ব পছন্দে শ্রেষ্ঠ । তুমি তোমার মতন করে বড় ,অনেক বড়। বহু বড় হবার আরও অনেক বাকি…….. পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো।”
এই মুহূর্তে শেখ সাদী সংগীতের জগতে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাতে তার ভবিষ্যত উজ্জ্বল বলেই মনে হচ্ছে। পরীমনির পোস্ট এবং ভিডিওটি তার প্রশংসা আর সমর্থনের নিদর্শন হিসেবে গ্রহণ করা হচ্ছে।
নুসরাত