ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ব্র্যান্ড প্রোমোটার হিসেবে পরপর দুইবার গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড বারিশের

প্রকাশিত: ০৮:৪৯, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৫৬, ২৩ জানুয়ারি ২০২৫

ব্র্যান্ড প্রোমোটার হিসেবে পরপর দুইবার গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড বারিশের

বাংলাদেশের ব্র্যান্ড প্রোমোশন জগতে এক নতুন আলো জ্বালিয়েছেন বারিশ হক। তাঁর প্রতিভা, পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। পরপর ২০২৪ এবং ২০২৫ সালে ‘গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড’-এ ‘Best Brand Promoter in Bangladesh’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এটি তাঁর জন্য শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, পুরো দেশের জন্য গর্বের একটি অধ্যায়।


বারিশের মতে, এই সম্মাননা অর্জন তাঁর জন্য এক বিশাল স্বীকৃতি। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ,ধন্যবাদ আয়োজক কমিটি ও বিজ্ঞ বিচারক মন্ডলীদের, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে যারা আমার পাশে ছিলেন, আছেন ও থাকবেন ইন শা আল্লাহ।”
 বারিশ হকের সাফল্যের গল্প শুধুই পুরস্কার পর্যন্ত সীমাবদ্ধ নয়। তাঁর প্রতিটি ব্র্যান্ড প্রমোশন পরিকল্পনায় থাকে একটি আলাদা গল্প। তিনি বিশ্বাস করেন, সফল প্রোমোশন মানে শুধু বিক্রি বাড়ানো নয়, মানুষের জীবনে একটি মূল্য যোগ করা। এই চিন্তাভাবনার জন্যই তিনি বাংলাদেশের ব্র্যান্ড প্রোমোশন জগতে নিজের একটি বিশেষ জায়গা তৈরি করেছেন।

আফরোজা

×