ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একটি গান গেয়ে কত আয় করেন বাঙালি মেয়ে শ্রেয়া?

প্রকাশিত: ০২:৩১, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০২:৪০, ২৩ জানুয়ারি ২০২৫

একটি গান গেয়ে কত আয় করেন বাঙালি মেয়ে শ্রেয়া?

শ্রেয়া ঘোষাল, যিনি খাতায়-কলমে প্রবাসী হলেও বাংলা তাঁর মন-প্রাণ জুড়ে। ১৪ বছর বয়সে একটি রিয়ালিটি শো'য়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০০২ সালে বলিউডে 'দেবদাস' ছবির 'বইরি পিয়া' গান দিয়ে সবার মন জয় করেন। এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন, যা এখনও চলছে। 

'লাইফস্টাইল এশিয়া'র প্রতিবেদন অনুযায়ী, শ্রেয়া প্রায় ২০টি ভাষায় ৩০০০টির বেশি গান গেয়েছেন। একটি গানের জন্য ২৫ লক্ষ টাকা নেন শ্রেয়া ঘোষাল। এছাড়া মুম্বাই ও কলকাতায় তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে। তাঁর গাড়ির সংগ্রহে আছে ১ কোটি ৬৯ লক্ষ টাকার রেঞ্জ রোভার, ২ কোটি ৮০ লক্ষ টাকার আরও একটি রেঞ্জ রোভার, ১ কোটি ৭১ লক্ষ টাকার মার্সেডিজ বেঞ্জ এস এবং ৬৫ লক্ষ ৩৮ হাজার টাকার বিএমডব্লিউ ৫ সিরিজ।লাইফস্টাইল এশিয়ার অনুসারে, একটি গান গাওয়ার জন্য তিনি পারিশ্রমিক নেন ২৫ লক্ষ টাকা, যা অনেকের চেয়ে বেশি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটিরও বেশি। শ্রেয়া ঘোষাল শুধু গায়িকা নন, এক অনুপ্রেরণার নাম।

রাজু

×