ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সইফের দানশীলতার নজির—অটোচালক পেল কত টাকা?

প্রকাশিত: ০১:৩৭, ২৩ জানুয়ারি ২০২৫

সইফের দানশীলতার নজির—অটোচালক পেল কত টাকা?

মঙ্গলবার সইফ ও ভজনের সাক্ষাৎ ঘটে। হাসপাতালে গিয়ে ভজন সইফের সঙ্গে দেখা করেন। ছবি অনুযায়ী, সইফ হাসপাতালের বিছানায় বসে ছিলেন, বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ভজন নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে পৌঁছান। সোজা তাঁকে সইফের কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে সইফের পরিবারও উপস্থিত ছিল।

ভজন জানান, ‘‘ঘরে ঢুকেই দেখলাম, সইফের মা-সহ পুরো পরিবার চিন্তিত। তবে তাঁরা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। সাধারণ এক সাক্ষাৎ ছিল এটি। আমি সইফের জন্য আগেও প্রার্থনা করেছি, এখনও করব।’’

সেই রাতে ভজন সইফকে হাসপাতালে পৌঁছে দেন, কিন্তু কোনও ভাড়া চাননি। তখন সইফও অর্থ দিতে সক্ষম ছিলেন না। সুস্থ হওয়ার পর সইফ ভজনকে ধন্যবাদ জানান এবং ৫০ হাজার টাকা পুরস্কার দেন। যদিও ভজন বলেন, ‘‘টাকার বিষয়ে কিছু ভাবিনি, সে দিনও চাইনি, আজও চাই না।’’ এর আগে ভজন একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে ১১ হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন।

রাজু

×