ছবি: সংগৃহীত
ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা সম্প্রতি অভিনেত্রী পরীমণির ছেলে পদ্মকে কোলে নিয়ে স্নেহভরে দোয়া করেছেন। পরীমণি সেই মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সালমাকে ধন্যবাদ ও ভালোবাসা জানান।
ভিডিও পোস্টের কমেন্টে সালমা পরীমণিকে উদ্দেশ্য করে লেখেন, "অনেক অনেক ভালো থেকো পরী। পদ্মকে নিয়ে তোমার আপন ভূবনে সুখী হও।"
প্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রীর এমন হৃদয়ছোঁয়া ঘটনা ভক্তদেরও মন জয় করেছে। অসংখ্য মানুষ সেই পোস্টের কমেন্টে সালমা ও পরীমণির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: https://fb.watch/xgYLNtkmJ9/
এম.কে.