ছবি: সংগৃহীত
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন ২) এ সেরা নবাগত অভিনয়শিল্পীর পুরস্কার জয়ী অভিনেত্রী সেমন্তি সৌমি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ছেলে খোঁজেন আমার জন্য। সুন্দর দেখে, ভালো দেখে একটা হিন্দু ছেলে খুঁজে নিয়ে আসেন আমার জন্য। আপনারা এতগুলো মানুষ একটা ছেলে খুঁজে পান না। আমার তো ১৪ ফেব্রুয়ারি কোন ভ্যালেন্টাইন ডে নেই৷
পুরস্কার জয়ের বিষয়ে সেমন্তি বলেন, যখন দর্শকরা পছন্দ করে, যখন একটা অনুষ্ঠানে আমাকে এওয়ার্ড দেয়া হয় এটা আমার কাছে বড় একটা সম্মানের ব্যাপার। আমি খুব সম্মানিত বোধ করছি। আমি আসলে আরো অনেক ভালো ভালো কাজ করতে চাই, যাতে আরো বড় বড় জায়গা থেকে এওয়ার্ড পেতে পারি। দর্শকের ভালোবাসা পেতে পারি। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষে চলচ্চিত্রে আসবেন বলেও জানান তিনি।
শাকিব খানের ছবিতে অভিনয় প্রসঙ্গে সেমন্তি বলেন, শাকিব খানের ছবিতে অভিনয় করা বিষয় শাকিব ভাই ছাড়া কেউ বলতে পারবে না।
JF