ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এত ঠুনকো কেন ধর্মীয় অনুভূতি?: স্বাগতা

প্রকাশিত: ২৩:৪৯, ২২ জানুয়ারি ২০২৫

এত ঠুনকো কেন ধর্মীয় অনুভূতি?: স্বাগতা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী স্বাগতা চলতি বছরের শুরুতে প্রেমিক ও বন্ধু ডক্টর হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। লন্ডন প্রবাসী হাসান সংগীত জগতের সঙ্গেও যুক্ত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা প্রকাশ করেন, বিয়ের আগে তিনি ও হাসান এক বছর ধরে লিভ টুগেদার করেছেন। এই সময়ে তারা একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ পেয়েছেন এবং পার্টনার হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন।

স্বাগতা বলেন, "আমাদের এই সিদ্ধান্তে পরিবারের কোনো আপত্তি ছিল না। আমার পরিবার এবং হাসানের পরিবার বিষয়টি মেনে নিয়েছিল। এমনকি আমার ভাইবোনও আমাদের লিভ টুগেদারকে সমর্থন করেছেন।"

সমাজের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে তিনি জানান, শুরুতে এ নিয়ে কিছু সমালোচনা হলেও পরে সবাই বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তার মতে, "যেমন ডিভোর্স সমাজে স্বাভাবিক হয়ে উঠেছে, তেমনি লিভ টুগেদারও একদিন নরমালাইজ হবে। আমাদের সমাজও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে।"

এর আগে স্বাগতা চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সাত বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন। তবে ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

স্বাগতা সংগীত জগতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এবং "মহাকাল" নামের একটি ব্যান্ড দলের সদস্য ছিলেন। সম্প্রতি তিনি ওয়েব সিরিজ "স্কাইজার"-এ অভিনয় করে আলোচনায় আসেন।

স্বাগতার মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সাহসী স্বীকারোক্তি ও পরিবর্তনের প্রতি ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন, আবার অনেকে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে তার অবস্থানের সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে স্বাগতার প্রশ্ন, "এত ঠুনকো কেন ধর্মীয় অনুভূতি?"

স্বাগতার মতে, ব্যক্তিগত সম্পর্ক ও সিদ্ধান্তের ক্ষেত্রে সমাজের দৃষ্টিভঙ্গি আরও উদার হওয়া প্রয়োজন।

সূত্র: https://fb.watch/xgVk9nwJh9/

এম.কে.

×