ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তাহসানের শ্যুটিংয়ে স্ত্রী রোজা  

প্রকাশিত: ২৩:২৯, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩২, ২২ জানুয়ারি ২০২৫

তাহসানের শ্যুটিংয়ে স্ত্রী রোজা  

ছবি : সংগৃহীত

সোশাল মিডিয়া আবার সরগরম হয়েছে তাহলে ও তার নতুন স্ত্রীকে নিয়ে। এবার তার স্ত্রী রোজা হাজির হয়েছেন তাহসানের শ্যুটিং সেটে। কি করছেন তিনি শ্যুটিং সেটে এই নিয়েই নেটিজেনদের মধ্যে হইচই পরে গেছে। জানা গেল, তাহসান তার নতুন গানের শ্যুটিং করছেন ।


বছরের শুরুতেই ব্যক্তিগত জীবনে গাঁট ছাড়া বাধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে নতুন আলোচনার জন্ম দেয়। বিয়ের পর হানিমুনের জন্য মালদ্বীপে পাড়ি জমান এই দম্পতি। সম্প্রতি হানিমুন শেষে দেশে ফিরে গানের কাজে মনোনিবেশ করেছেন তাহসান।  

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান এবার স্ত্রী রোজাকে সঙ্গে নিয়ে শুটিং সেটেও ফিরেছেন। রোজাকে শুটিং সেটে দেখে অনেকেরই ধারণা, হয়তো স্ত্রীকে গানের ভিডিওতে হাজির করবেন তিনি। তবে এক সাক্ষাৎকারে তাহসান স্পষ্টভাবে জানিয়েছেন, রোজাকে নিয়ে এমন কোনো পরিকল্পনা আপাতত তার নেই।  

নিজের আগামীর কাজ প্রসঙ্গে তাহসান জানান, তিনি ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া আসন্ন সিনেমা ‘জংলি’তে তাঁর গাওয়া গান ‘জনম জনম’ নিয়ে তিনি বেশ আশাবাদী। তাঁর মতে, এই গানটি বছরজুড়ে আলোচিত হতে পারে।  

তিনি আরো বলেন, ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের জন্য আমার নাটক কিংবা কাজ। তবে সাম্প্রতিক বছরগুলোতে কাজ তেমন হয়নি। এবার নতুন গান দিয়ে দিনটি উদ্‌যাপন করতে চাই।

তিনি আরও যোগ করেন, ভালোবাসা দিবস উদযাপনকে নিয়ে মানুষ যেন জাজমেন্টাল না হয় এবং এই দিনটিকে ভালো মুহূর্ত তৈরির জন্য কাজে লাগায়।  

নতুন প্রজেক্ট ফ্যামিলি ফিউডের সংগীতের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে পারিবারিক বিনোদনের শো ‘ফ্যামিলি ফিউড’ উপস্থাপনায় দেখা যাবে তাহসানকে। এই অনুষ্ঠানটি ২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে এবং পরে বঙ্গ প্ল্যাটফর্মে দেখা যাবে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

বছরের শুরুতেই নতুন বিয়ে, গান, সিনেমা এবং অনুষ্ঠানের খবর দিয়ে ভক্তদের চমক দিয়েছেন তাহসান। তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। 

মো. মহিউদ্দিন

×