ছবি: সংগৃহীত।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং গায়িকা নোরা ফাতেহি এবার বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রাখছেন। সম্প্রতি একটি মিউজিক অ্যালবামে কাজের মাধ্যমে আন্তর্জাতিক সংগীত জগতে নিজের অবস্থান তৈরি করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
গুঞ্জন উঠেছিল, চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন নোরা। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে নোরা বলেন, "আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি কারও জন্য নিজের জায়গা ছেড়ে দেব, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব। যেমন সিনেমায় অভিনয় করেছি, ঠিক তেমনই সংগীত জগতেও কাজ করব।"
নোরা আরও বলেন, "আমার তিনটি জগৎ রয়েছে। কানাডায় জন্ম নেওয়ার কারণে এটি আমার প্রথম জগৎ। মরক্কোয় দীর্ঘদিন থাকার ফলে সেখানেও আমার শিকড় রয়েছে। আর ভারত এমন একটি দেশ, যেখানে আমি আমার পরিচয় গড়ে তুলেছি। এই দেশের প্রতি আমার ভালোবাসা অপরিসীম।"
সম্প্রতি আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি মিউজিক অ্যালবামে কাজ করেছেন নোরা। এই প্রকল্প নিয়ে তিনি বলেন, "প্রথমে আমি খুব লজ্জা পেতাম। গানটি রেকর্ড করার সময়ও তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তবে ভিডিওর কাজ করার সময় আমরা অনেক কথা বলেছি। অভিজ্ঞতাটি ছিল অসাধারণ।"
নোরা ফাতেহি বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্র দিয়ে। এরপর তেলেগু চলচ্চিত্র ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘কিক ২’-এ আইটেম গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে ৮৪তম দিনে প্রতিযোগিতা থেকে বিদায় নেন।
এখন হলিউডে কাজের পাশাপাশি সংগীত জগতে নিজের শক্ত অবস্থান গড়ার প্রস্তুতি নিচ্ছেন নোরা। তার এই নতুন যাত্রার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সায়মা ইসলাম