ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৃজিতের সঙ্গে কাজ করতে আমি খুব ভয়ে ভয়ে থাকতাম: সৌরসেনী

প্রকাশিত: ২১:৪৫, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৯, ২২ জানুয়ারি ২০২৫

সৃজিতের সঙ্গে কাজ করতে আমি খুব ভয়ে ভয়ে থাকতাম: সৌরসেনী

ছবি: সংগৃহীত।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মৈত্র সম্প্রতি কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এ। এটি সৃজিতের সঙ্গে তার প্রথম কাজ।

একটি সাক্ষাৎকারে সৌরসেনী বলেন, "অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীরাই চান, অন্তত একবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পান। আমিও সেই স্বপ্ন দেখতাম। এবার কাজ করার পর বুঝেছি, তিনি একজন দারুণ গাইড। এখন বারবার তার সঙ্গে কাজ করতে চাই।"

সৃজিতের পরিচালনা নিয়ে কথা বলতে গিয়ে সৌরসেনী আরও যোগ করেন, "সত্যি বলতে, উনি সেটে খুব কড়া। আমি প্রথমবার কাজ করছিলাম, তাই ভয়ে ভয়ে ছিলাম। মনে হতো, যদি কোনো ভুল করি, তাহলে হয়তো সবার সামনে অপমানিত হবো। তবে এমন কিছুই ঘটেনি। উনি আগে নাকি আরও কঠোর ছিলেন, কিন্তু এবার অনেক শান্ত ও নরম মনে হয়েছে।"

সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে সৌরসেনী অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

সায়মা ইসলাম

×