ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আলিয়াকে প্রত্যাখ্যান

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২২ জানুয়ারি ২০২৫

আলিয়াকে প্রত্যাখ্যান

আলিয়া ভাট

বছর চারেক বিরতি নেওয়ার পর শাহরুখ এখন কন্টেন্টের ক্ষেত্রে ভীষণ সচেতন। আগেভাগেই কিং খান জানিয়ে দিয়েছেন যে, বিরতির চার বছরে তিনি ভালোভাবে দর্শকের নাড়ির স্পন্দন পরখ করেছেন। দর্শক টানতে মাস ফিল্মের সঙ্গে মজবুত কন্টেন্ট দরকার। অতঃপর যত বিগ বাজেটের সিনেমাই হোক না কেন, শাহরুখ যে বর্তমানে কন্টেন্ট এবং সিনেমায় তার চরিত্র নিয়ে বেশ সচেতন, তা বলাই বাহুল্য।

এ কারণে  বর্তমান প্রজন্মের সব থেকে দামি অভিনেত্রী আলিয়া ভাটকে না করতে কাপণ্য করেননি কান সাহেব। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে আলিয়া এখন বলিউডের ‘কুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন তিনি। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এ নায়িকা।

জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। বলিউড তো বটেই, পাশ্চাত্যের বিনোদন দুনিয়ায়ও আলিয়ার ভক্তের সংখ্যা অগণিত। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। তার সঙ্গেই বিগ বাজেটের কাজের প্রস্তাব নাকচ করে দিলেন বলিউড বাদশা।
সূত্রের খবর, ম্যাডক ফিল্মসের তরফে তাদের সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘চামুন্ডা’র প্রস্তাব ফেরালেন শাহরুখ। যে ছবির অন্যতম মুখ্য চরিত্রে আলিয়া রয়েছেন। কিš‘ কেন এই প্রস্তাব নাকচ করলেন বাদশা? পরিচালক অমর কৌশিক এবং প্রযোজক দীনেশ বিজন আলিয়া ভাটের ‘চামুন্ডা’র প্রস্তাব নিয়ে শাহরুখের কাছে গিয়েছিলেন। কিš‘ চলতি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে নারাজ বলিউড সুপারস্টার।

অতঃপর পত্রপাঠ সেই বিগ বাজেটের প্রস্তাব বিদায় করেছেন তিনি। শাহরুখ নাকি জানিয়েছেন, একেবারে আনকোরা নতুন কোনো বিষয় থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে। অন্যদিকে জানা গেছে, চামুন্ডার জন্য ম্যাডক ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য মুখিয়ে রয়েছেন আলিয়া ভাট। আপাতত সেই ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। ২০২৬ সালে রিলিজ করার কথা। লাভ অ্যান্ড ওয়ার-এর পরই এই সাইকোলজিক্যাল সুপারন্যাচারাল থ্রিলার সিনেমার কাজে যোগ দেবেন আলিয়া ভাট।

অভিনেত্রীকে শেষবার দেখা গেছে জিগরা ছবিটিতে। সেখানে তাকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে। আগামীতে তাকে দেখা যাবে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত সেই ছবিতে তার সঙ্গে থাকবেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। সম্প্রতি আলিয়া ভাট তার বেটার হাফ রণবীর কাপুর, মেয়ে রাহা কাপুর, শাশুড়ি নিতু কাপুর, ননদ ঋদ্ধিমা সাহানি কাপুর, মা সোনি রাজদান এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে বর্ষবরণ করতে বিদেশে ছুটি কাটিয়ে এলেন।

যদিও কোথায় গেছিলেন তাঁরা সেটা জানাননি। কিন্তু তাঁদের সেই ট্রিপের একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘২০২৫ : ভালোবাসা সবার আগে থাকবে, বাকি সব পিছু পিছু আসবে। এছাড়াও তাকে কিছুদিন আগে মুম্বইয়ের ভার্সোভা জেটি থেকে নেমে অটোয় উঠতে দেখা যায়। যদিও আজকাল অনেকেই সেখান থেকে নৌকায় করে মধ দ্বীপে যাচ্ছেন শ্যুটিং করতে।

×