সইফ বাড়ি ফিরতেই কী লিখলেন করিশ্মা? /ছবি: সংগৃহীত।
মঙ্গলবার সইফ আলি খান হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরেন। তবে, সইফের বিপদের সময় হাসপাতাল চত্বরে তার শ্যালিকা করিশ্মা কপূরকে দেখা যায়নি। সইফের কব্জি ও কাঁধে ব্যান্ডেজ দেখা যায়, তবে তিনি গটগট করে হেঁটে বাড়িতে প্রবেশ করেন। গত পাঁচদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং এই সময়েই সইফের ওপর হামলার ঘটনা ও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এদিকে, সইফের বিপদের সময়ে করিনা কাপূর খান কিছুটা বিরক্ত ছিলেন। হাসপাতাল থেকে সইফের বাড়ি ফেরার পর, করিনা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, ‘‘আপনাদের মন বলে কিছু নেই। দয়া করে একলা ছেড়ে দিন।’’
সইফের বিপদের সময় করিশ্মা কাপূর তার বোন ও ভগ্নিপতির পাশে ছিলেন এবং করিনার দুই ছেলেকে নিজের বাড়িতে নিয়ে যান। করিনা নিজেও কিছুদিন তার বোনের বাড়িতে ছিলেন। তবে সইফ বাড়ি ফেরার পর ঘটনাটি এখনও আলোচনায় রয়ে গেছে। কিছুজন প্রশ্ন তুলেছেন, যিনি অস্ত্রোপচার করেছেন, তিনি কিভাবে সোজা হেঁটে বাড়ি ফিরলেন এবং তাঁর চোখে মুখে ক্লান্তির ছাপ নেই। তবে, এসব গুঞ্জন নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না কাপূর পরিবার।
করিশ্মা কাপূর স্পষ্টভাবে জানান, ‘‘আমরা ইতিবাচক ও ভাল পরিবেশে আছি।’’
মঙ্গলবার রাতে সইফ বাড়ি ফেরার পর, তাদের বান্দ্রার আবাসনে দশম, একাদশ এবং দ্বাদশ তলা আলোকিত হয়ে ওঠে।
সূত্র: আনন্দবাজার
মো. মহিউদ্দিন