ছবিঃ সংগৃহীত
ডা. সাবরিনা মিষ্টি, যিনি করোনাভাইরাস মহামারির সময় ভুয়া কোভিড-১৯ সনদ প্রদানের অভিযোগে আলোচিত হয়েছিলেন, সম্প্রতি তিনি জানান সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হবার ইচ্ছা প্রকাশ করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সংসদে নির্বাচিত হয়ে তিনি বৈষম্য দূরীকরণে কাজ করতে চান এবং কারো প্রতি পক্ষপাতিত্ব না করার প্রতিশ্রুতি দেন।
করোনাকালে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে, ডা. সাবরিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুয়া কোভিড-১৯ সনদ প্রদানের অভিযোগ ওঠে। ২০২০ সালের আগস্ট মাসে ঢাকার একটি আদালত ডা. সাবরিনা ও আরও সাতজনের বিরুদ্ধে এই অভিযোগে চার্জ গঠন করে।
ডা. সাবরিনা দাবি করেন, একটি দুষ্টচক্র তাকে ফাঁসিয়েছে এবং তিনি এই ষড়যন্ত্রের শিকার।
সুত্রঃ https://youtu.be/vnCu9TV8gto?si=0KbaooiSF4GvWYZi
জাফরান