ছবিঃ সংগৃহীত
সাম্প্রতিক সময়ে দেশের তিন বাহিনী—পুলিশ, র্যাব ও আনসার—বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ সিদ্ধান্তের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক স্ট্যাটাসে কঠোর সমালোচনা করেছেন। তিনি নতুন পোশাক ডিজাইনের সমালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুচিহীনতার অভিযোগ তোলেন। স্ট্যাটাসে তিনি তিন বাহিনীর নতুন পোশাকের একটি ছবি পোস্ট করে লেখেন,
“তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।”
জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।
জাফরান