ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভরা মঞ্চে সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন এই অভিনেত্রী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৩, ২২ জানুয়ারি ২০২৫

ভরা মঞ্চে সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন এই অভিনেত্রী

ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান বরাবরই তার রোমান্টিক জীবন নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার ঘটনাটি একেবারে ভিন্ন। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর  প্রতিযোগী চাহাত পান্ডে ভরা মঞ্চে সরাসরি সালমান খানকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিলেন।

চাহাত মঞ্চে এসে বলেন, “সালমান, আপনি আমার মায়ের সাথে কথা বলে আমাকে বিয়ে করে ফেলুন।” তার এই সাহসী মন্তব্যে উপস্থিত দর্শক এবং বিচারকরা চমকে ওঠেন। তবে সালমান খান কোনো মন্তব্য না করে কেবল হেসে বিষয়টি এড়িয়ে যান। তার সেই হাসি আরও কৌতূহল এবং মজার রেশ সৃষ্টি করে।

 

ঘটনার ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ চাহাতের সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন।

চাহাত পান্ডে, যিনি বিগ বস এ তার সাহসী ও সোজাসাপ্টা ব্যক্তিত্বের জন্য পরিচিত, তার এই মন্তব্যে আবারো প্রমাণ করলেন যে তিনি সবার নজর কাড়তে জানেন। অন্যদিকে, সালমান খানের চিরচেনা মজার প্রতিক্রিয়া এই ঘটনাকে আরও আলোচিত করেছে।

এদিকে, সালমানের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ চিরকালীন। তবে তিনি এখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। চাহাতের এই প্রস্তাবের পর সালমানের বিয়ের গুঞ্জন আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

জাফরান

×