ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হুইলচেয়ারে রাশমিকা

প্রকাশিত: ১৫:৩৪, ২২ জানুয়ারি ২০২৫

হুইলচেয়ারে রাশমিকা

ছবিঃ সংগৃহীত

বিনোদন জগতে পা রাখার পর থেকেই যেন শো মাস্ট গো অন এই মন্ত্রকেই জীবনের অংশ করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে গিয়ে প্লাস্টার করাতে হয়েছিল তাঁকে। তারপর থেকে বিশ্রামে থাকার কথা থাকলেও পেশার প্রতি তাঁর দায়বদ্ধতা একেবারে অটুট।

বেশ কিছুদিন ধরে শুটিং করতে পারছিলেন না ‘সিকন্দর’ ছবির জন্য। কিন্তু বুধবার ‘ছাবা’র প্রথম ঝলকমুক্তি, আর সেই কারণেই মঙ্গলবার মুম্বইয়ের উদ্দেশে বিমানবন্দরে হাজির হন তিনি। পায়ে প্লাস্টার থাকা অবস্থাতেই হুইলচেয়ারে বসে ক্যামেরার সামনে ধরা দিলেন রশ্মিকা।

বিমানবন্দরে তাঁকে দেখা গেল মাস্ক আর টুপিতে মুখ ঢেকে, হাঁটার জন্য পুরোপুরি সুস্থ না হলেও খুঁড়িয়ে বা হুইলচেয়ারের সাহায্য নিয়ে নিজের কাজের প্রতি অঙ্গীকার পূরণ করছেন তিনি।

বছরের শুরুতে জিমে শরীরচর্চার সময়ই পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী এই অভিনেত্রী। সেই সময় তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, “শরীরচর্চা করতে গিয়ে পা চোট পেয়েছে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। তবে সেটা কয়েক সপ্তাহের মধ্যে হবে, নাকি কয়েক মাস, তা ঈশ্বরই জানেন।”

এখনও পুরোপুরি সুস্থ না হলেও নিজের ছবি আর কাজের প্রতি তাঁর এই নিষ্ঠা যেন সবাইকে আরও একবার মনে করিয়ে দিল, রশ্মিকা মন্দানা ঠিক কেন এত মানুষের প্রেরণা।

তথ্যসূত্রঃ https://www.anandabazar.com/amp/entertainment/actress-rashmika-mandanna-travels-to-mumbai-for-her-big-day-chhaava-trailer-launch-with-leg-injury-dgtl/cid/1576459

মারিয়া

×