ছবি: সংগৃহীত
গত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্যকর অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড তারকাদের উপর নজরদারি বাড়ায়। এছাড়াও আয়কর দফতর বিভিন্ন তারকার বাড়িতে অভিযান চালিয়ে অনেক চমকপ্রদ তথ্য সামনে এনেছে।
এমন এক অভিনেত্রীর হলেন মালা সিনহা, যিনি ১২০-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং প্রায় ২০ বছর বলিউডে রাজত্ব করেছেন। তিনি একসময় বলিউডের অন্যতম শীর্ষ তারকা ছিলেন।
মালা সিনহা গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এবং অসংখ্য সফল ছবি উপহার দিয়েছেন। কিন্তু শোনা যায়, তাঁর কেরিয়ারের মধ্যগগণে অর্থ জমাতে তিনি নানা পন্থা অবলম্বন করেছিলেন।
একদিন মালা সিনহার বাড়িতে আয়কর দফতর অভিযান চালায়। তখন তাঁর বাথরুমের দেয়াল থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার হয়। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে শুরু হয় তাঁকে নিয়ে নানা বিতর্ক। আদালতে মালা সিনহা জানান, এই অর্থ তিনি দেহব্যবসার মাধ্যমে উপার্জন করেছেন। তাঁর এই বক্তব্য তাঁর ভাবমূর্তিকে ধ্বংস করে দেয় এবং ধীরে ধীরে চলচ্চিত্রে তাঁর কাজের সুযোগ কমে যায়।
তবে শোনা যায়, মালার বাবা ও আইনজীবী তাঁকে মিথ্যা বলার পরামর্শ দিয়েছিলেন। বাবার কথা মেনে তিনি এই মিথ্যা স্বীকারোক্তি দেন, যা তাঁর কেরিয়ারের পতন ডেকে আনে।
নাহিদা