ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হ্যা! একটা সাবজেক্টে ফেল করেছিলাম: অপু বিশ্বাস

প্রকাশিত: ১৩:৪৯, ২২ জানুয়ারি ২০২৫

হ্যা! একটা সাবজেক্টে ফেল করেছিলাম: অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিছুদিন যাবত ক্যামেরার সামনে তাকে দেখা যায় না বললেই চলে। অথচ অল্প স্বপময় আগেই সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন শাকিব খান প্রসঙ্গে। 


বেশ অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে তিনি সাক্ষাৎকারে। বললেন নিজের কথা। 
সেখানে উপস্থাপক তাকে কখনো ফেল করেছেন কিনা এমন প্রশ্ন করলে সে উত্তরে বলে, "হ্যাঁ একটা সাবজেক্টে আমি ফেল করেছিলাম।" 


এ নিয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, 'স্কুলে যখন পড়ি আমার মা একবার খুব অসুস্থ হয়ে যায়। তাকে নিয়ে আমাদের ইন্ডিয়া যাওয়া হয়েছিল। তো আমি আমার বান্ধবীকে বলে রেখেছিলাম আমি এসে তোর থেকে সিলেবাসটা নিব।


এখানে হয়তো আমার বান্ধবী একটু চালাকি করেছিল। সে চেয়েছিল আমি যাতে পার হতে না পারি ঠিকমত।  তারপর টিচাররা আমাকে নানা রকম প্রশ্ন করেছিল।


এরপর টিচাররা আমার আগের যত রেকর্ড ছিল সেগুলো দেখে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিল।'

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=3228448093960068&rdid=5sEQL2VM5XYygbDm 

শিলা ইসলাম

×