ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্ত্রীর জন্মদিনে কী মিষ্টি শুভেচ্ছা জানালেন মহেশ বাবু?

প্রকাশিত: ১২:২৮, ২২ জানুয়ারি ২০২৫

স্ত্রীর জন্মদিনে কী মিষ্টি শুভেচ্ছা জানালেন মহেশ বাবু?

ছবিঃ সংগৃহীত

মহেশ বাবু তার স্ত্রী, প্রাক্তন অভিনেত্রী নাম্রতা শিরোধকরকে তার ৫৩তম জন্মদিনে একটি আদুরে বার্তা পাঠিয়েছেন। ২২ জানুয়ারি তার জন্মদিন উপলক্ষে, মহেশ সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে তাকে "অসাধারণ নারী" উল্লেখ করেছেন। গুণতুর করম সিনেমার অভিনেতা মহেশ বাবু কখনোই তার স্ত্রীর প্রশংসা করতে পিছপা হন না।

ইনস্টাগ্রামে নাম্রতার একটি ছবি শেয়ার করে মহেশ লেখেন, "শুভ জন্মদিন, এনএসজি! প্রতিদিনকে আরও উজ্জ্বল এবং ভালো করার জন্য ধন্যবাদ। আজ এবং সবসময় তোমার অসাধারণ সত্ত্বাকে উদযাপন করছি।"

এই পোস্টের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন তিনি। নাম্রতা এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "ভালোবাসি তোমাকে আমার পাপলু।"

এদিকে, কাজের দিক থেকে মহেশ বাবু, যিনি শেষবার গুণতুর করম সিনেমায় দেখা গিয়েছিলেন, বর্তমানে তার পরবর্তী সিনেমা "এসএসএমবি ২৯" এর প্রস্তুতি নিচ্ছেন। এই অত্যন্ত অপেক্ষাকৃত সিনেমাটির অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রথ্বীরাজ সুকুমারান, এবং পরিচালনায় আছেন এস এস রাজামৌলি।

এসএসএমবি ২৯ সিনেমাটি আনুষ্ঠানিকভাবে প্রযোজনায় আসছে পূজার পর। সুপারস্টার এবং জনপ্রিয় পরিচালকের এই সহযোগিতা নিয়ে ভক্তদের মধ্যে এবং সিনেমা শিল্পী মহলে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। সিনেমার কাস্ট এবং গল্পের বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে।

মারিয়া

×