ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিচ্ছেদের দীর্ঘ সাত বছর পর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বছরের শুরুতেই এমন সুসংবাদে আপ্লুত হয়েছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা।
এর আগে তাহসানের প্রথম দাম্পত্য জীবন ছিল অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সাথে। ১১ বছরের দাম্পত্যের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাহসান ও মিথিলার একমাত্র কন্যা সন্তান আইরা। মেয়ের অভিভাবকত্ব যৌথভাবে পালন করেন তারা। তবে আইরা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে থাকে। বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে চলতি বছরের শুরুতে তিনি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মেয়ের জীবনে বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মিথিলা। সংবাদমাধ্যমে মিথিলা জানিয়েছেন, “আমার শ্বশুরবাড়ি কলকাতায় হলেও মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।” নিজের কাজ ও আইরার জন্যই এই সিদ্ধান্ত তার বলে জানান তিনি।
তাহসানের নতুন জীবনের এই অধ্যায় নিয়ে তার ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস, তেমনই অনেকেই মিথিলার মন্তব্যকে ঘিরে নানা প্রশ্ন তুলছেন। তবে নতুন দাম্পত্য জীবনের জন্য তাহসান ও রোজাকে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানাচ্ছেন।
মারিয়া