ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্ত্রীকে আনফলো করলেন জাস্টিন বিবার, দাম্পত্যে ফাটল!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৮:৫৭, ২২ জানুয়ারি ২০২৫

স্ত্রীকে আনফলো করলেন জাস্টিন বিবার, দাম্পত্যে ফাটল!

জাস্টিন বিবার ও স্ত্রী হেইলি বিবার

জাস্টিন বিবার ইনস্টাগ্রামে স্ত্রী হেইলি বিবারকে আনফলো করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) ইউএস উইকলি নিশ্চিত করেছে যে ৩০ বছর বয়সী এই পপ তারকা আর তার স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন না। তবে হেইলি এখনও জাস্টিনকে অনুসরণ করছেন। 

জাস্টিন বিবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিয়ে লেখেন, ‘কেউ আমার অ্যাকাউন্টে গিয়ে আমার স্ত্রীকে আনফলো করেছে। ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে।’

ভক্তরা যখন এই ঘটনার ফলে তাদের দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে বলে অনুমান করছিলেন, তখন জাস্টিন গুজব থামানোর জন্য সম্প্রতি তাদের ভ্রমণের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। 

একটি ছবিতে দেখা যায়, দুজন ডিনার টেবিলে বসে একে অপরের দিকে ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। অন্য একটি ছবিতে জাস্টিন এবং হেইলি স্কি করার পোশাক পরে পোজ দিয়েছেন।

এম হাসান

×