ছবি: সংগৃহীত
জনপ্রিয় গায়ক ও কুঁড়েঘর ব্যান্ডের প্রধান তাসরিফ খান আবারো আলোচনায় উঠে এসেছেন তার নতুন গান "দেশ চলে যাক মগের মুল্লুকে" দিয়ে। সমাজের অন্যায় ও অব্যবস্থার বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরা এই গানটি ইতোমধ্যে লাখো ভক্তের হৃদয় ছুঁয়ে গেছে।
কুঁড়েঘর ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা ও সুরে উঠে এসেছে সমাজের অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের বঞ্চনার গল্প। গানের কথাগুলোতে একাধারে সমাজের প্রতি গভীর হতাশা এবং পরিবর্তনের ডাক রয়েছে। তাসরিফের কণ্ঠে ফুটে উঠেছে ১৯৭১ ও ২০২৪-এর প্রেক্ষাপটের সঙ্গে ক্ষমতালিপ্সার তুলনা।
গানের লিরিকসে পাওয়া যায় এমন কথাগুলো- "দেশটা তবু হচ্ছে না ঠিক/জোর যার মুলুক তার//রাজনীতি আর নির্বাচনে জিততে সবাই মত্ত//ভাইরা আমার জীবন দিল ৭১ আর ২৪-এ/তোমাদের এই লোভ কমবে তবে আর কিসে?"
প্রকাশের পর থেকেই গানটি তুমুল সাড়া ফেলেছে। ভক্তরা গানের কথা ও তাসরিফের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন। অনেকেই বলেছেন, তাসরিফ কেবল একজন গায়কই নন, বরং একজন দায়িত্বশীল নাগরিকও, যিনি সমাজের প্রয়োজনীয় কথাগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন।
"দেশ চলে যাক মগের মুল্লুকে" গানের মাধ্যমে তাসরিফ খান আবার প্রমাণ করেছেন, গান শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার শক্তিশালী একটি মাধ্যম।
ভিডিও দেখুন: https://youtu.be/zZn89IDH0Gg?si=9PSsPqWqgL2YP9i0
এম.কে.