ছবি: সংগৃহীত
টলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স এবং শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস এখন চাপে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘গেম চেঞ্জার’ এবং ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’-এর মতো চলচ্চিত্রগুলোর বিশাল সাফল্যের পর আয়কর বিভাগ তাদের অফিস ও সদস্যদের বাসভবনে অভিযান চালিয়েছে।
বাহুবলী এবং আরআরআর-এর মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে বিশ্ববাজারে খ্যাতি পাওয়া তেলেগু চলচ্চিত্র শিল্পে এমন ঘটনা নজিরবিহীন।
প্রযোজক দিল রাজু, তার মেয়ে হংসিকা রেড্ডি, তার ব্যবসায়িক অংশীদার শিরীষ, মিথ্রি মুভি মেকার্সের নাভীন ইয়ারনেনি এবং রবি শঙ্করের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৫০টিরও বেশি দল অংশ নেয় এবং একসঙ্গে আটটি জায়গায় অভিযান চালানো হয়, যার মধ্যে ছিল তাদের বাসভবন, অফিস এবং অন্যান্য স্থাপনা।
অভিযানের কারণ সম্পর্কে আয়কর বিভাগ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্রযোজনা সংস্থাগুলো তাদের চলচ্চিত্রের বাজেট ও আয়ের হিসাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কারণে এই তদন্ত শুরু হয়েছে।
‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি আয় করেছে, আর ‘গেম চেঞ্জার’ এবং ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’ সিনেমা দুটি ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। এই বিশাল আয়ের প্রেক্ষিতে অভিযানটি পুরো টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটি অপ্রত্যাশিত ধাক্কা।
এখনও পর্যন্ত মিথ্রি মুভি মেকার্স বা শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস থেকে এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক সাফল্যের মাঝে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। -এবিপি লাইভ
এম.কে.