ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুসুম শিকদার

আমার বয়ফ্রেন্ড ছিল না কোনদিনও

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:০৩, ২১ জানুয়ারি ২০২৫

আমার বয়ফ্রেন্ড ছিল না কোনদিনও

ছবিঃ কুসুম শিকদার,সংগৃহীত

সম্প্রতি একটি টকশোতে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদার তার ব্যক্তিগত জীবনের একটি চমকপ্রদ দিক শেয়ার করেছেন। তিনি জানান, "আমার কখনো বয়ফ্রেন্ড ছিল না।" তার এই স্বীকারোক্তিতে হাসির রোল পড়ে যায়।

কুসুম আরও বলেন, "মানুষ কেন যেন এটা বিশ্বাস করতে চায় না। তবে সত্যি বলতে, আমার অনেক বন্ধু ছিল, কিন্তু কোনো বয়ফ্রেন্ড ছিল না। আমার ব্যক্তিত্ব কিছুটা স্ট্রং, হয়তো এ কারণেই কারো সঙ্গে প্রেমটা জমে ওঠেনি।"

তার এই স্বাভাবিক ও মজাদার স্বীকারোক্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ভক্তরাও তার এই সৎ বক্তব্যের প্রশংসা করছেন।

উল্লেখ্য, কুসুম শিকদার বাংলাদেশের বিনোদন জগতে একজন সফল অভিনেত্রী ও মডেল। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে। এই মজার স্বীকারোক্তি তাকে আরও কাছের মানুষ হিসেবে তুলে ধরে।

জাফরান

×