ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভক্তদের কাঁদিয়ে এবার অভিনয়কে বিদায় জানালেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী!

প্রকাশিত: ২১:৫৯, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৯, ২১ জানুয়ারি ২০২৫

ভক্তদের কাঁদিয়ে এবার অভিনয়কে বিদায় জানালেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী!

ছবি: সংগৃহীত

ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি। তিনি পরিচিতি পান হিন্দি সিনেমায় অভিনয় করে। 'কেয়া কুল হ্যায় হাম ৩', 'থর' সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রসংশিত হন বলিউডে। 'বিগ বস ৯'-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় এলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্দানা বলেন, 'এবার আমি অভিনয়ের পাট চুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং ও শিক্ষকতায় মন দিতে চাই। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। আমি তার প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম। আমি এখন থেকে এই সেক্টরে মনযোগী হতে চাই। অভিনয় আর আমাকে তেমনভাবে টানে না।'

ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। 

শিহাব

×