ছবিঃ সংগৃহীত
সম্প্রতি একটি টক শোতে অভিনেত্রী ও মডেল জিনাত শানু স্বাগতা জানান, তিনি নিজের নিরাপত্তার জন্য সব সময় ব্যাগে একটি ইলেকট্রিক শক মেশিন রাখেন। উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন, এটি কখনো ব্যবহার করেছেন কিনা। উত্তরে স্বাগতা জানান, এখনো প্রয়োজন হয়নি।
স্বাগতা বলেন, "নিজের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য আমি সবসময় প্রস্তুত থাকতে চাই।" তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে এবং নারীদের জন্য এটি অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।
সূত্রঃhttps://www.facebook.com/watch/?v=9165387300242744&rdid=iVU4xGprzEdtsLes
জাফরান