ছবি- সংগৃহিত
ফেলুবক্সী সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করেছেন নায়িকা পরীমণি। ১৭ জানুয়ারি তার অভিনীত এই সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। কিন্তু বাংলাদেশ-ভারত চলমান উত্তেজোনায় ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় সিনেমার প্রিমিয়ারে যেতে পারেননি পরী। আর এ নিয়ে ভীষণ মন খারাপ নায়িকার।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন পরীমণি। তিনি বলেন, মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব, ইনশাআল্লাহ।
'পরীমণির মন খারাপ' এই শিরোনামে বাংলা ভিশন সংবাদ করেন। ইরফান সাজ্জাদ সংবাদের সেই ফটোকার্ডটি মজার ছলে শেয়ার করে পোস্ট করেন- আর আমার পেট খারাপ কেউ খবর নিল না...
সেই পোস্টে পরীমণি কমেন্ট করেছেন, হাগার তো গন্ধ ভালো না। সেই কমেন্টে ইরফান সাজ্জাদ বলেন, ওইটাই বললাম তো পরী। এত খারাপ অবস্থা তাও আমার খবর কেউ নিল না। মন খারাপ করে থেকো না, মন ভালো কর, লাভ ইউ
মনিষা মিম