ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সৌন্দর্যের অর্ধেক কথার মধ্যে: মাহি

প্রকাশিত: ১৬:০১, ২১ জানুয়ারি ২০২৫

সৌন্দর্যের অর্ধেক কথার মধ্যে: মাহি

ছবি: সংগৃহীত।

সময়কার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মানুষের সৌন্দর্যের অর্ধেক কথার মধ্যে নিহিত’। ছবিটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই মাহিকে ইতিবাচক প্রশংসা করেছেন। 

মাহি তার কর্মজীবন শুরু করেছিলেন টিকটক প্ল্যাটফর্মে। এখন পর্যন্ত প্রায় চার হাজারের মতো ভিডিও আপলোড করে তিনি লক্ষাধিক ভক্তের মন জয় করেছেন। তার অভিনব কনটেন্ট ও ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

২০২০ সালে একটি ফ্যাশন শোতে প্রথম রানার-আপ হয়ে ক্যারিয়ার শুরু করেন মাহি। এরপর ছোট পর্দায় নিজের মেধা ও দক্ষতার ছাপ রেখে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছেন। তার অভিনীত নাটক ও মডেলিংয়ের কাজগুলো দর্শকদের হৃদয় জয় করেছে।

বর্তমান সময়ের উদীয়মান এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। প্রতিনিয়তই ভিন্নধর্মী কনটেন্টের মাধ্যমে ভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি।

সায়মা ইসলাম

×