ছবিঃ সংগৃহীত।
আজ ২১ জানুয়ারি, সুশান্ত সিংহ রাজপুতের ৩৯ তম জন্মদিন। সুশান্ত চলে যাওয়ার প্রায় দু’বছর পার।
২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দ্রার এক অভিজাত আবাসন থেকে। প্রাথমিক অনুমান ছিল, আত্মহত্যা করেছেন এই নায়ক।
তা নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে বছর খানেক ধরে।
এ দিন বার বার ভাইয়ের কথাই মনে করছেন দিদি শ্বেতা সিংহ কীর্তি। বিছানায় ভাগ্নে, ভাগ্নির সঙ্গে কাটানো সুশান্তের মিষ্টি মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তার দিদি। লিখলেন, ‘‘শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ভাইটিকে। তুমি যেখানেই থাকো না কেন, ভাল থাকো। আনন্দে থাকো। তোমায় খুব ভালবাসি।’’
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত একজন সুখ্যাতিমান, দক্ষ, প্রতিভাবান ভারতীয় অভিনেতা। ২০০৮ সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত প্রণয়ধর্মী টেলিভিশন ধারাবাহিক 'কিস দেশ মে হ্যায় মেরা দিল'-এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন তিনি।
শিলা ইসলাম