ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

গাজা হিরোইন ব্যবসায়ীদের সাথে একসাথে ছিলাম: সাবরিনা

প্রকাশিত: ১৩:৪৪, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৫৩, ২১ জানুয়ারি ২০২৫

গাজা হিরোইন ব্যবসায়ীদের সাথে একসাথে ছিলাম: সাবরিনা

ছবি : সংগৃহীত

করোনা মহামারির সময়ে দুর্নীতির কারণে প্রথমবারের মতো আলোচনায় আসেন ডা. সাবরিনা, এবং এরপর তাকে বিভিন্ন সময়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তিনি কারাবাসও করেছেন। তবে এসব কিছুর পরেও বিভিন্ন সময় তাঁর কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলে। কিন্তু সব কিছু ছাপিয়ে, এবার একেবারে লাইমলাইটে এসেছেন তিনি।

সম্প্রতি একটি টকশোতে ডা. সাবরিনাকে উপস্থাপিকা প্রশ্ন করেন, "অনেকে মনে করেন আপনার ফ্রেন্ডলিনেসের কারণে আপনি ব্যক্তিত্বহীন, এ বিষয়ে আপনার মতামত কী?"

উত্তরে ডা. সাবরিনা বলেন, "আমি জানি, আমি অনেক বেশি ফ্রেন্ডলি, এবং এ নিয়ে অনেকেই আমাকে সমালোচনা করছে। তবে, যখন আমি জেল জীবনে গা ঘেঁষে শুয়ে রগ কাটা মানুষদের সাথে, গাঁজা বা হিরোইন ব্যবসায়ীদের সঙ্গে কাটিয়েছি, তখন কেন কেউ আমার সম্পর্কে কিছু বলেনি? তখন কি আপনাদের কষ্ট হয়নি? আজ আমি যাদের সাথে মিশছি, তাতে আপনাদের এত কষ্ট কেন হচ্ছে?"

এ কথার মাধ্যমে ডা. সাবরিনা সমাজের দ্বৈত মানসিকতা এবং তার প্রতি অসম্মানজনক মনোভাবের প্রতি প্রতিবাদ জানিয়েছেন।

সূত্র: https://www.youtube.com/watch?v=3cSgHKveIJM

নুসরাত

×