ছবি : সংগৃহীত
একসময় নিয়মিত অভিনয় করতেন জিতু আহসান। এখন অবশ্য কমিয়ে দিয়েছেন। তবে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ সরব তিনি। নিজের ফেসবুক আইডিতে লিখছেন নিয়মিত।
পোষ্ট করছেন নানারকম ছবি। কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। জীবনের শুরুর দিকে স্মৃতি নিয়ে কথা বলেছেন, আলোচনায় আসে হুমায়ুন ফরিদির সাথে তার প্রথম আলাপের কথা।
তিনি বলেন, প্রথমবার যখন আমি কাজ করছিলাম, তখন সম্ভবত ২০০১ এর দিকে। আমি শুটিং করছিলাম, শুবর্ণার ফুপির একটা নাটকে আশুলিয়াতে। না, ওইদিন একটা ফিল্মের শুটিং ছিল, শুবর্ণা ফুপির ডিরেকশন। তখন আমি একটা শট দিচ্ছি দাঁড়িয়ে, উনি চলে আসছেন হঠাৎ করে। উনি এসেই মনিটরের সামনে বসলেন। এটা দেখেই আমি নার্ভাস হয়ে গেছি।
হুমায়ুন ফরীদি এসে বসলেন, তাও আবার মনিটরের সামনে, তাও আবার আমি শট দিচ্ছি। তখন শটটা শেষ করলাম, একটুপরে উনি ডাকলেন, ডেকে বললেন, “বাবা, খুব ভালো শট দিয়েছ, কিন্তু আমি বুঝতে পারছিলাম, আমাকে দেখে একটু নার্ভাস হয়ে গিয়েছ।
তোমাকে ব্যাকলুক দেওয়ার জন্য ডিমান্ড করছিল, মনে রাখবা, স্ক্রিপ্ট হচ্ছে কঙ্কাল, তার উপরে মাংস লাগানোর দায়িত্বটা অভিনেতার।”
ছোটবেলায় অনেক দেখেছি, বাসায় আসতো বাবার কারণে, বাট সামনাসামনি আলাপ এটাই প্রথম।
মো. মহিউদ্দিন