ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

কেন শুটিং ছাড়াই বিগ বস ১৮-এর সেট থেকে ফিরলেন অক্ষয়? জানালেন নিজেই

প্রকাশিত: ০০:৩২, ২১ জানুয়ারি ২০২৫

কেন শুটিং ছাড়াই বিগ বস ১৮-এর সেট থেকে ফিরলেন অক্ষয়? জানালেন নিজেই

ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার সম্প্রতি বিগ বস ১৮-এ তাঁর আসন্ন ছবি "স্কাই ফোর্স" এর প্রচারের জন্য উপস্থিত হন। তবে শুটিং না করেই সেট ছেড়ে চলে যান তিনি। কেন তিনি শুটিং ছাড়লেন, সে বিষয়ে নিজেই মন্তব্য করেছেন সুপারস্টার।

রবিবার সম্প্রচারিত হয়েছিল বিগ বস ১৮-এর বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। সেখানে হাজির হলেও অক্ষয় কোনও শুটিং শুরু না করেই বের হয়ে যান। মূলত তিনি নিজের আগামী ছবি "স্কাই ফোর্স"-এর প্রচারের জন্য গিয়েছিলেন এবং সহ-অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে সেটে উপস্থিত হয়েছিলেন। তবে শুটিং শুরুর আগেই অক্ষয় কেন চলে গেলেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল।

সূত্র থেকে জানা গেছে, অক্ষয় অত্যন্ত সময়ানুগ এবং পরিশ্রমী অভিনেতা হিসেবে পরিচিত। নির্ধারিত সময় দুপুর সোয়া ২টায় শুটিংয়ের জন্য সেটে উপস্থিত হন তিনি। কিন্তু সে সময় সালমান খান উপস্থিত হননি। অক্ষয় এক ঘণ্টা অপেক্ষা করার পরেও সালমানের কোনো দেখা না মেলায়, তিনি "জলি এলএলবি ৩" ছবির একটি ট্রায়াল স্ক্রিনিংয়ে অংশগ্রহণের জন্য চলে যান। এক ঘণ্টা অপেক্ষা করার পর শুটিং না করেই তিনি সেট ছেড়ে চলে যান।

বিগ বস সেট থেকে বেরোনোর আগে অক্ষয় সালমানের সঙ্গে কথা বলেন এবং তাঁকে জানান, পূর্বের প্রতিশ্রুতির কারণে তাঁকে শুটিং ছেড়ে চলে যেতে হচ্ছে। সালমান এই বিষয়টি বুঝতে পেরে বলেন, তিনি আশা করেন অক্ষয় অন্য কোনও সময় শোতে উপস্থিত হবেন।

এদিন বিগ বস ১৮-এর ফাইনালে ট্রফির দৌড়ে ছিলেন ঈশা সিং, অবিনাশ মিশ্র, করণবীর মেহরা, ভিভিয়ান ডিসেনা, রজত দালাল এবং চুম দারাং।

নুসরাত

×