ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

হাসিনার পতনের পর লাপাত্তা যে সব তারকারা

প্রকাশিত: ২২:১৭, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৬, ২০ জানুয়ারি ২০২৫

হাসিনার পতনের পর লাপাত্তা যে সব তারকারা

ছবিঃ সংগৃহীত

৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট শোবিজ তারকারা আড়ালে চলে যান। হাসিনার পতনের পর লাপাত্তা যে সব তারকারা তালিকায় প্রথমেই যার নাম চলে আসে তিনি হলেন


ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় আসেন ফেরদৌস। তবে শেখ হাসিনার ভারতে পালানোর পর থেকেই তিনি লাপাত্তা। ধারণা করা হচ্ছে, তিনি ভারতে অবস্থান করছেন।আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় সক্রিয় ছিলেন রিয়াজ। ৫ই আগস্টের আগে তিনি দেশ ছাড়েন। তবে কোথায় আছেন, তা জানা যায়নি।
বিভিন্ন সময় প্রভাব বিস্তার ও বিতর্কের মুখে থাকা নিপুণ ৫ই আগস্টের পর আড়ালে চলে যান। ১০ জানুয়ারি সিলেট বিমানবন্দরে লন্ডন পালানোর চেষ্টার সময় আটক হন। অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচিত হন। পরে তড়িঘড়ি করে দেশ ছাড়েন। বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

জায়েদ খানযুক্তরাষ্ট্রে শো করতে গিয়েছিলেন জায়েদ খান। শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলাসহ নানা অভিযোগ ওঠে। তিনি এখনো যুক্তরাষ্ট্রেই আছেন।

চিত্রনায়িকা মাহিয়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাহি ৫ই আগস্টের পর থেকে জনসম্মুখে খুব কমই আসছেন।  ঠিক একইভাবে আওয়ামী লীগ সমর্থন ও দলটির মনোনয়ন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ভাবনাসহ একাধিক অভিনেত্রীও। 

হাসিনার পতনের পর লাপাত্তা যে সব তারকারাএভাবেই কেউ দেশে অথবা দেশের বাইরে আত্মগোপনে আছেন।

সুত্রঃhttps://www.youtube.com/watch?v=MM_MMUHHTjw&ab_channel=TheDailyManabZamin

জাফরান

×