ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

‘জুলুম’ নাটকে সিনিয়রদের উপস্থিতি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ২০ জানুয়ারি ২০২৫

‘জুলুম’ নাটকে সিনিয়রদের উপস্থিতি

পারিবারিক কলহের গল্প নাটক ‘জুলুম’। নির্মাণ করেছেন মহিন খান। নাটকটি রচনাও করেছেন তিনি। নাটকে সিনিয়র শিল্পীদের উপস্থিতি রেখেছেন। যে কারণে এতে অভিনয় করতে দেখা যাবে মাসুম বাশার, সাবেরী আলম, হায়দার আলী, রেশমী আহমেদ ও হারুন রশীদ বান্টিকে। তাদের সঙ্গে গল্পের প্রয়োজনে দেখা যাবে নবাগত দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও রাবিনা রাফিনকে। মহিন খান জানান এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শূটিং বাড়িতে ও তার আশপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন, অনেকেই বলেন নাটক শুধুই বিনোদনের বিষয়। কিন্তু আমি তা বলি না। আমি মনে করি একটি ভালো গল্পের শিক্ষণীয় নাটক সমাজে ও সমাজের মানুষের ওপর প্রভাব পড়ে। মহিন খান তেমনই একজন নির্মাতা যার নাটকে সমাজের জন্য শিক্ষণীয় কোনো না কোনো বার্তা থাকে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ ভালো লাগে আমার। সাবেরী আলম বলেন, মহিন তার শেকড় ভোলে না। ‘জুলুম’ ঠিক তেমনি একটি কাজ। হায়দার আলী বলেন, আমার চোখের সামনেই মহিনের মিডিয়ায় উদয় হয়েছে, এখনো তার সঙ্গে আছি আমি। সে অনেক দূর যাবে, জুলুম গল্প যেন তারই প্রমাণ বহন করে। রেশমী আহমেদ বলেন, মহিন হচ্ছে গল্পের ফেরিওয়ালা। তার নাটকের গল্পটাই প্রাণ। কাস্টিংয়ে মহিন কোনোই কম্পোইজ করে না। হারুন রশীদ বলেন, মহিন এমনই একজন গুণী নির্মাতা, ভালো মনের মানুষ, যদি কখনো আমাকে বলে যে বান্টি ভাই একটা নাটক বানাব, কিন্তু পয়সা দিতে পারব না, তবুও আমি কাজ করব। কারণ তার কাজ করতে ভীষণ ভালো লাগে আমার।

×