এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। ছোট পর্দার পাশাপাশি তিনি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। নিয়মিত আরণ্যক নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করতেন। তবে প্রায় পাঁচ বছর আগে অভিনয়ের পাঠ চুকিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন সেখানেই বসবাস করেন তিনি। তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন, এই গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এতদিন এ বিষয়ে।
এবার তমালিকা নিজেই দিলেন বিয়ের ইঙ্গিত! অভিনেত্রী সোমবার একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রভীন। ছবিতে প্রভীন নামের ব্যক্তির সঙ্গে আদুরে ঢঙে দেখা যায় তমালিকাকে। তবে কবে, কখন, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি তিনি। ছবিটি শেয়ার করার পর থেকে তার ভক্ত-শুভাকাক্সক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। তালিকায় আছেন মিডিয়া অঙ্গনের অনেকেই। এর মধ্যে নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, আঁখি আলমগীর, শ্যামল মাওলা, হৃদি হক অন্যতম। অবশ্য এর আগেও প্রভীনের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। কিন্তু তখন এত আলোচনা হয়নি। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেই বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে তমালিকা ঘটা করে না জানালেও তার কাছের মানুষদের থেকে জানা যায়, বেশ আগেই বিয়ে করেছেন তিনি। প্রভীনের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে তার পরিচয় হয়। এরপর প্রেম, অতঃপর বিয়ে করেন তারা।
তমালিকার বিয়ের ইঙ্গিত
শীর্ষ সংবাদ: