কমেডি ধাঁচের গল্পে একগুচ্ছ অভিনয় শিল্পী নিয়ে ‘ভূত বলে কিছু নেই’ নামের ফিকশন নাটক নির্মাণ করেছেন রাহাত নলী। দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাহাত নলী। এবার ‘ভূত বলে কিছু নেই’ নাটক দিয়ে এককভাবে পরিচালনায় এসেছেন। রাহুল রাজুর রচনায় এই নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মিলন ভট্টাচার্য, তারেক স্বপন, আফরিন জাহানসহ নতুন কিছু অভিনয় শিল্পী। নলী বলেছেন, গত বছর সিলেটের শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় নাটকের দৃশ্য ধারণের কাজ হয়েছে। নাটকের গল্প একটা রিসোর্টের অশরীরী আত্মাকে ঘিরে। একদল শিক্ষার্থী সেখানে ঘুরতে যায়, যাদের সঙ্গে নানা ভৌতিক ঘটনা ঘটতে থাকে। নাটকের গল্পটি সাধারণ মনে হলেও নাটকে দর্শকের জন্য একটি বার্তা আছে। আশা করছি সবার ভালো লাগবে। প্রথম নাটক দর্শকরা কীভাবে গ্রহণ করবেন সেটা নিয়ে কিছুটা চিন্তিত এই পরিচালক। পোস্টার প্রকাশের পর অনেকের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন বলেও জানিয়েছেন নলী। তিনি বলেন, পোস্টার প্রকাশের পর থেকেই অনেকে শুভ কামনা জানাচ্ছেন। দর্শক আমার প্রথম কাজটি কীভাবে গ্রহণ করে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, দুশ্চিন্তাও আছে কিছুটা। দর্শকের প্রশংসা ও সমালোচনা দুটিই আমার কাজকে অনুপ্রাণিত করবে। নাটকটি শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের পর্দায় প্রচার হবে বলে জানিয়েছেন এই পরিচালক।