ছবি: সংগৃহীত
ঢালিউড নায়িকা পরীমনি। এখন দুই সন্তানের মা। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী, যার তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। আলোচনায় থাকেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। ফের শিরোনামে পরী। নেটমাধ্যমে কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ফের প্রেম করছেন নায়িকা?
অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি ছবির প্রচারে কিংবা ভিন্ন স্থানে একসঙ্গে দেখা গিয়েছে দু'জনকে। এমনকী সোশ্যাল পেজেও একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছিলেন দুই তারকা। এরপর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে । এবার অবশেষে সেই নিয়েই নীরবতা ভাঙলেন পরীমনি।
সংবাদমাধ্যমকে সম্প্রতি জয়ের সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে নায়িকা বলেন, 'ও আমার বান্ধবীর বর। ওর বৌ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু। সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা।' নতুন করে প্রেমে পড়া নিয়ে নায়িকা আরও বলেন, 'কী করে যে বোঝাই, আমার আর প্রেম আসে না। ওই জোন থেকে বেরিয়ে এসেছি...।'
২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় তাঁর আত্মীয় ইসমাইল হোসেনের সঙ্গে। মাত্র দু'বছর সংসার করার পর, ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। সেই বছরই ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। এই বিয়ে টিকেছিল বছর সাতেক। ২০১৯ সালে এই বিয়েও ভেঙে যায় এবং সেই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। যদিও সেই বিয়ের বয়স ছিল খুবই অল্প দিন। শোনা যায়, ২০২০ সালে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের কথা জানান পরীমনি। এই বিয়েও অল্প দিনের মধ্যেই ভেঙে যায়।
চতুর্থবার বিয়ে ভাঙার পর, ২০২২ সালের জানুয়ারি মাসে জনসমক্ষে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। যদিও শোনা যায় ২০২১ সালের ১৭ অক্টোবর রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন নায়িকা। গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন দুই তারকা। ২০২২-র জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। এরপর ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। এরপর এই বিয়েও ভেঙে যায় নায়িকার।
প্রসঙ্গত, প্রথমবার ওপার বাংলার ছবিতে দেখা যাবে পরীমনিকে। 'ফেলুবক্সী'-র হাত ধরে টলিউডে পা রাখলেন নায়িকা। থ্রিলার ঘরানার এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। ছবির পরিচালনায় দেবরাজ সিনহা এবং চিত্রনাট্য লিখেছেন ড.কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
শিহাব