ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

স্বামীকে সমকামী ভাবতেন ফারহা খান, কারণ জানলে চমকে যাবেন!

প্রকাশিত: ১২:০৮, ২০ জানুয়ারি ২০২৫

স্বামীকে সমকামী ভাবতেন ফারহা খান, কারণ জানলে চমকে যাবেন!

স্বামী শিরীষ ও ফারহা খান

২০ বছরের দাম্পত্য জীবন ফারহা খান ও তাঁর স্বামীর। ২০০৪ সালের ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরীষ কুন্দেকে বিয়ে করেন ফারহা। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তাঁরা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। যদিও এক সময় ফারহার মনে হয়েছিল, শিরীষ সম্ভবত সমকামী। এমনকি, শিরীষকে দেখলে তিনি বিরক্তও হতেন।ফারহা সাধারণত খুব একটা রাখঢাক করে কথা বলেন না। তিনি যা ভাবেন, তা-ই মুখে বলে ফেলেন। প্রথমবার শিরীষের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ‘ম্যায় হুঁ না’ ছবির শুটিংয়ের সময়। শিরীষ ছিলেন চুপচাপ, এমনকি ফারহার সঙ্গে তেমন কথা বলতেন না। বরং তিনি প্রায় সময় রেগে থাকতেন। ফারহার মতে, ‘‘প্রথম দেখাতেই প্রেম তো দূরের কথা, শিরীষ তখন রেগে গিয়ে চুপচাপ হয়ে থাকত, যা আরো বিরক্তিকর ছিল।’’ আসলে, প্রথম ছয় মাস ফারহা ভাবতেন যে শিরীষ সমকামী। তবে, কিছুদিন পর শিরীষকে তিনি মন দিয়ে বসেন। ৮ বছরের ছোট শিরীষ কুন্দের সঙ্গে বিয়ের পর, অনেক কথা শুনলেও বর্তমানে তিন সন্তান নিয়ে সুখী গৃহকোণেই আছেন ফারহা।

রাজু

×