ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মেয়ে দর্শকদের কথা চিন্তা করে আমাকেও ফ্যাশন সচেতন হতে হয়: তানজিন তিশা

প্রকাশিত: ১১:১৬, ২০ জানুয়ারি ২০২৫

মেয়ে দর্শকদের কথা চিন্তা করে আমাকেও ফ্যাশন সচেতন হতে হয়: তানজিন তিশা

ছবি : সংগৃহীত

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দার এই অভিনেত্রী বিভিন্নভাবে দর্শক প্রিয়তা বাড়িয়েই চলেছেন। অনেকে তাকে ফলো করে থাকেন। 

এবার ক্যামেরার সামনে তানজিন তিশা রাখলেন তার ফ্যাশন এবং ড্রেসআপ নিয়ে বক্তব্য। 

সেখানে তিনি বলেন, আমার কাছে আমার ফ্যাশন এবং ড্রেস আপ অনেক জরুরী আমার মনে হয় আমার অনেক মেয়ে ফ্রেন্ডরা আমাকে ফলো করে। তো তাদের সামনে যদি নিজেকে ঠিক না রাখে তাহলে বিষয়টা কেমন লাগে। 

তিনি আরো বলেন, আমি খুবই কম প্রোগ্রাম এটেন্ড করি কিন্তু যেগুলো করি সেখানে নিজেকে পারফেক্ট রাখার চেষ্টা করি।

পছন্দের তারকা কি করলেন, কোন ব্র্যান্ড ব্যবহার করছেন তা নিয়ে ভক্তদের মাথা ব্যাথা যেন একটু বেশিই থাকে। সেই দিক থেকে ভক্তদের সামনে আসার আগে নিজেকে সুন্দর করে উপস্থাপন করেন শিল্পীরা। যার ব্যতিক্রম নন তানজিন তিশাও। জানালেন তার মতামত।

সূত্রঃ https://www.facebook.com/reel/468470649645520 

শিলা ইসলাম

×