ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে আলোচিত-সমালোচিত ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী হিজাব নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি কখনো হিজাব ছাড়বো না," তবে সম্প্রতি তার কিছু হিজাববিহীন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর নেটিজেনদের কটূক্তি এবং সমালোচনার শিকার হন তিনি।হিজাব বিতর্কে সমালোচনার মুখে, বললেন "আপনাদের এত খোঁচাখুঁচি না করলে হয় না"
বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে বর্ষাকে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনাদের এত খোঁচাখুঁচি না করলে হয় না? আমি কী পরবো বা কী করবো, তা আমার ব্যক্তিগত ব্যাপার। সবকিছু নিয়ে এত আলোচনা করার দরকার নেই।”
বর্ষার এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তার ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে কথা বলছেন, আবার কেউ তার আগের বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থার দ্বৈততা নিয়ে প্রশ্ন তুলছেন।
জাফরান