ছবি: সংগৃহীত
সোমবার (২০ জানুয়ারি) জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিন্স মাহমুদের একটি পোস্ট শেয়ার করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন ,জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারা দিন রাত ভরে পাশে থাকবো।
এদিকে, জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ তার পোস্টে লিখেন, 'আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে', 'আমি আবারো তোমার ওই আঙুলে' এ দুটোই ছিল দুটো ভালোবাসা দিবসের বিশেষ পছন্দের গান। এবার আমরা আসছি প্রিয় সিয়ামের 'জংলি' মুভির 'জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিনরাত ভরে পাশে থাকবো" গান নিয়ে...।
ধারণা করা হচ্ছে, আসন্ন 'জংলি' সিনেমায় তাদের একসঙ্গে নতুন কোন গান আসছে।
তাবিব